Bangla Nexa

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৪। Bangladesh air force job circular 2024.

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৪।  Bangladesh air force job circular 2024. বাংলাদেশ বিমান বাহিনী তে অফিসার ক্যাডেট পদ এ লোকবল নিয়োগ দেওয়া হবে। আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনী তে কাজ করতে চান যোগ্যতা থাকলে এখানে এপ্লাই করতে পারেন।

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৪

প্রতিষ্ঠান এর নাম: বাংলাদেশ বিমান বাহিনী

আবেদন শুরু: ০১ মে ২০২৪

আবেদন শেষ: ২৮ সেপ্টেম্বর ২০২৪

আবেদন ফি: ১০০০ টাকা [অফেরতযোগ্য]

আবেদন ওয়েবসাইট: https://joinairforce.baf.mil.bd/

শিক্ষাগত যোগ্যতা: বিস্তারিত জব সার্কুলার ইমেইজ এ দেওয়া আছে।

আবেদন করার  যোগ্যতা:

বাংলাদেশি পুরুষ/মহিলা নাগরিক হতে হবে। বাংলাদেশি নাগরিক নয় এমন কেউ আবেদন করতে পারবেন না। প্রার্থী কে অবিবাহিত/অবিবাহিতা হতে হবে। বিবাহীত কেউ আবেদন করতে পারবে না। বয়স ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য না।

উচ্চতা : পুরুষ প্রার্থী। কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি। মহিলা প্রার্থী। জিডি (পি)। কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য: কমপক্ষে ৬২ ইঞ্চি। বুকের মাপ। কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ। ২ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতানুযায়ী।
চোখ: দু চোখের দৃষ্টিশক্তি। জিডি (পি)-৬/৬, এটিসি/এডিডব্লিউসি-৬/১২ এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও এডমিন-৬/৬০ পর্যন্ত।

প্রার্থীর জন্য অযোগ্যতা ‍গুলো হলো।

 
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় অবসর গ্রহণ।
২। আইএসএসবি পরীক্ষায় দু’বার স্ক্রীন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবার স্ক্রীন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে);
৩। যে কোনো ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হলে।
৪। সিএমবি অথবা আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত।
৫। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযোগ্য নয়। ১৮ বছর বয়সের পর ল্যাসিক করা হলে, ল্যাসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা/স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডি (পি) শাখার জন্য ১ বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম ৬ (ছয়) মাস অতিবাহিত হতে হবে।

এসকল প্রার্থী আবেদন করতে পারবে না। কিংবা আবেদন করলেও অযোগ্য বলে গন্য হবে।

যারা এই জব এর জন্য আগ্রহী যদি যোগ্যতা থাকে নির্ধানিত সময় এর মধ্যে আবেদন করবেন। আবেদন করার পর পরিক্ষার মাধ্যেমে নির্ধারন করা হবে। আপনাকে পরিক্ষার দিন সকাল ৮ টার মধ্যে পরিক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। আবেদন এর পর আপনাদের পরিক্ষার সময় বেস কিছু কাগজ পএ জমা দিতে হবে। তার লিস্ট নিচে দেওয়া হল।

আবেদনপত্র জমাদানের নিয়মাবলী।

প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করত। পরীক্ষার সময় ইতঃপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

১। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ (বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক) জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ/ মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।৩। সম্প্রতি তোলা ১২ কপি পাসপোর্ট এবং ০৪ কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে)।
৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র।
৬। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৭। খেলাধুলা/অন্যান্য যেকোন বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি।
৮। দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।

জব সার্কুলার এর ইমেইজ এ সকল তথ্য দেওয়া আছে!!! আপনারে এখানে থেকে সকল ইনফরমেশন দেখে নিবেন। এটা সরাসরি বাংলাদেশ বিমান বাহিনী এর ওয়েবসাইট থেকে নিয়েছি।

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৪।  Bangladesh air force job circular 2024.
কিওয়ার্ড: বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ, বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৪, বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি নিয়োগ ২০২৪, বিমান বাহিনী নিয়োগ 2024, বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ ২০২৪, বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৪,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top