আসসালামু আলাইকুম। টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো। বাংলাদেশের কোন কোন ব্যাংক বন্ধ হবে। আজকে আমরা আপনাদের কে বলব বাংলাদেশ ব্যাংক এর তথ্য অনুযায়ী বাংলাদেশ কোন ব্যাংক কতটা ঝুঁকিতে রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক নিজেই বলেছে একমাএ এটা দিয়ে একটা ব্যাংক কে বিচার করা হবে না। এই লিস্ট গুলো শুধুমাএ লাস্ট এক বছর এর পারফমেন্স এর উপর ভিওি করে করা হয়েছে।
বাংলাদেশের কোন কোন ব্যাংক বন্ধ হবে
Risk Level | Description |
---|---|
Risk | Indicates a risk position in the bank |
Intermediate | Indicates an intermediate risk position in the bank |
Safe | Indicates a safe position in the bank |
Red zone: বাংলাদেশ ব্যাংক এর তথ্য মতে এসকল ব্যাংক অত্যাধিক ঝুকিতে রয়েছে।
Yellow zone: বাংলাদেশ ব্যাংক এর তথ্য মতে এসকল ব্যাংক মাধ্যমিক অবস্থান এ রয়েছে।
Green zone: গ্রীন জোন বলতে বাংলাদেশ ব্যাংক এর তথ্য মতে এসকল ব্যাংক নিরাপদ অবস্থান এ রয়েছে।
Red zone তথা ঝুঁকিতে থাকা ব্যাংক গুলোর লিস্ট।
১) বেসিক ব্যাংক ২) জনতা ব্যাংক ৩) অগ্রণী ব্যাংক ৪) রূপালী ব্যাংক বেসরকারি রেড জোন ব্যাংক ১)পদ্মা ব্যাংক ২) বাংলাদেশ কমার্শ ব্যাংক ৩) ন্যাশনাল ব্যাংক ৪) এবি ব্যাংক ৫) ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান
Yellow zone তথা মাধ্যমিক অবস্থান এ থাকা ব্যাংক গুলোর নাম।
১) সোনালি ব্যাংক ২) বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৩) ফাস্ট সিকিউরিটি
ইসলামি ব্যাংক ৪) আইএইআইসি ব্যাংক ৫) মেগনা ব্যাংক ৬) সোস্যাল ইসলামি
ব্যাংক ৭) ইসলামি ব্যাংক বাংলাদেশ ৮) ওয়ান ব্যাংক ৯) ইউনাইটেড কমার্শিয়াল
ব্যাংক ১০) এনআরবি ব্যাংক ১১) আল আরাফাহ ইসলামি ব্যাংক ১২) স্টান্ডার্ড
ব্যাংক ১৩) ইউনিয়ন ব্যাংক ১৪) এনআরবিসি ব্যাংক ১৫) মার্কেনটাইল ব্যাংক ১৬)
মিউটিউয়াল ট্রাস্ট ব্যাংক ১৭) এক্সিন ব্যাংক ১৮) ডাচ বাংলা ব্যাংক ১৯)
গ্রোবাল ইসলামি ব্যাংক ২০) প্রিমিয়ার ব্যাংক ২১) ব্রাক ব্যাংক ২২) সাউথইস্ট
ব্যাংক ২৩) সিটি ব্যাংক ২৪) ট্রাস্ট ব্যাংক ২৫) সাউথ বাংলা এগ্রিকালচার
এন্ড কমার্স ব্যাংক ২৬) মধুমিতা ব্যাংক ২৭) ঢাকা ব্যাংক ২৮) উওরা ব্যাংক
২৯) পূবালী ব্যাংক
Green zone এথাকা ব্যাংক গুলোর নাম।
১) প্রাইম ব্যাংক ২) ইস্টার্ন ব্যাংক ৩) হাবিব ব্যাংক ৪) এনসিসি ব্যাংক ৫) মিডলেন্ড ব্যাংক ৬) ব্যাংক আলফালাহ ৭) ব্যাংক এশিয়া ৮) সিমান্ত ব্যাংক ৯) যমুনা ব্যাংক ১০) শাহজালাল ইসলামি ব্যাংক ১১) উরু ব্যাংক ১২) এইচএসবিসি ব্যাংক ১৩) কমার্শিয়াল ব্যাংক অফ সিলন ১৪) সিটি ব্যাংক ১৫) স্টান্ডার্ড চার্টারড ব্যাংক ১৬) স্টেপ ব্যাংক অফ ইন্ডিয়া
এখানে রেড জোন এ থাকা ব্যাংক গুলো সাধারনত যারা অধিক মুনাফায় ইউজারদের থেকে টাকা নিয়েছে। কিন্তু সেই হারে টাকা লাভ করতে পারে নি। ধারনা করা হয়েছে ডিপোজিট এর তুলনায় টাকা উওলোন এর পরিমান বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক গুলো। তবে একমাএ এই লিস্ট দিয়ে একটা ব্যাংক কে বিবেচনা করা যাবে না।
বর্তমান সময়ে যেহেতু সকল ব্যাংক ডিজিটাল হয়ে গেছে তাই তারা তাদের কাজ অনলাইন এ অ্যাপ ও কার্ড এর মাধ্যেমে পরিচালনা করে। এক্ষেত্রে আমরা যদি আমাদের গোপন কোন পিন বা কোড শেয়ার করি সেক্ষেত্রে আমাদের একাউন্ট এর টাকা হ্যাক হয়ে যেতে পারে। তাই আমাদের এ বিষয় এ সতর্ক থাকতে হবে। অনেক এ নিজের ভুল এর কারনে টাকা হারিয়ে ব্যাংক কে দায় দেয়। তাই আমাদের বিবেচনা করতে হবে যে সে যা বলছে তার জন্য সে কতটা দায়ী আর ব্যাংক কতটা দায়ী। আমরা চাইলে ব্যাংক এ না গিয়ে ও আমাদের ব্যাংকিং অ্যাপ এর মাধ্যেমে আমাদের মোবাইল দিয়ে আমাদের টাকা মুহূর্তে এক ব্যাংক থেকে অন্য ব্যাংক এ নিয়ে যেতে পারব। তাই আপনার কাছে যেই ব্যাংক ব্যাবহার করা সবচেয়ে ভালো মনে হয় আপনি সেই ব্যাংক ব্যাবহার করতে পারেন। শুধু গুরুত্বপূর্ন বিষয় গুলো গোপন রাখবেন। ধন্যবাদ সবাইকে পোষ্ট টি পরার জন্য। আল্লাহ হাফেজ।
Read More: ঘরে বসে মোবাইলে আয় করুন
TAGSবাংলাদেশের কোন কোন ব্যাংক বন্ধ হবে কোন ব্যাংক ঝুঁকিতে আছে বাংলাদেশের কোন কোন ব্যাংক বন্ধ হবে বাংলাদেশ এর কোন ব্যাংক নিরাপদ বাংলাদেশের সেরা ১০ টি ব্যাংক ২০২৪ কোন ব্যাংক আর্থিক সংকট এ আছে
ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভাল
- টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো
- টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো
- টাকা জমানোর জন্য কোন ব্যাংক ভালো